icon ডাউনলোড

সচিত্র বাংলাদেশ - জানুয়ারি ২০২৩

বাঙালি জাতির জীবনে ১০ই জানয়ারি একটি স্মরণীয় অনন্য দিন। ১৯৭২ সালের এদিনে জাতির পিতা নিজ দেশে প্রত্যাবর্তন করেন। বাংলাদেশের মানষ বিজয়ের পরিপর্ণতা অর্জন করে। জাতির পিতা শেখ মজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ৫১ বছর পর্ণ হলো ১০ই জানয়ারি ২০২৩। সচিত্র বাংলাদেশের এ সংখ্যায় বঙ্গবন্ধর স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে রয়েছে প্রবন্ধ, নিবন্ধ ও কবিতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ই জানয়ারি ২০২৩ সরকারের মেয়াদের চার বছর পর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন। দ্রুতগামী, নিরাপদ, নির্ভরযোগ্য, সময়সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব অত্যাধনিক গণপরিবহণ ব্যবস্থা মেট্রোরেল নিয়ে নিবন্ধ ও কবিতা রয়েছে। এছাড়া গল্প, কবিতা ও অন্যান্য নিয়মিত আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের সংখ্যাটি। আশা করছি, জানয়ারি সংখ্যাটি পাঠকদের ভালো লাগবে।

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আলী সরকার

সিনিয়র সম্পাদকঃ ইসরাত জাহান

সম্পাদকঃ ইসরাত জাহান

সম্পাদকীয় সহযোগীঃ

মিতা খান সানজিদা আহমেদ ক্ষিরোদ চন্দ্র বর্ম্মণ জান্নাত হোসেন শারমিন সুলতানা শান্তা প্রসেনজিৎ কুমার দে