icon ডাউনলোড

সচিত্র বাংলাদেশ - ফেব্রুয়ারি ২০২৩

বাঙালির স্বাধীনতা অর্জিত হয়েছে বাহান্নর ভাষা আন্দোলন ও একশের পথ ধরেই। একশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতভাষা দিবস। ১৯৫২ সালের এদিনে বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে তৎকালীন পর্ব পাকিস্তানের ছাত্র-জনতা শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে নেমে আসে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কতি বিষয়ক সংস্থা ইউনেসকো ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর একশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতভাষা দিবস হিসেবে স্বীকতি প্রদান করে। ২০০০ সালের একশে ফেব্রুয়ারি থেকে জাতিসংঘের সদস্য দেশসমহে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়। বাঙালির প্রাণের মেলা অমর একশে বইমেলা। বইমেলা নিয়ে রয়েছে নিবন্ধ। ১৪ই ফেব্রুয়ারি সন্দরবন দিবস। এ নিয়ে রয়েছে নিবন্ধ। এছাড়া অন্যান্য বিষয়ে নিবন্ধ, গল্প, কবিতা ও নিয়মিত বিভাগ নিয়ে সাজানো হয়েছে সচিত্র বাংলাদেশ ফেব্রুয়ারি ২০২৩ সংখ্যা। আশা করি, এ সংখ্যাটি পাঠকদের ভালো লাগবে।

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আলী সরকার

সিনিয়র সম্পাদকঃ ডালিয়া ইয়াসমিন

সম্পাদকঃ ইসরাত জাহান

সম্পাদকীয় সহযোগীঃ

মিতা খান সানজিদা আহমেদ ক্ষিরোদ চন্দ্র বর্ম্মণ জান্নাত হোসেন শারমিন সুলতানা শান্তা প্রসেনজিৎ কুমার দে