সচিত্র বাংলাদেশ - জুন ২০২৩
জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মজিবর রহমানের ‘জলিও করি শান্তি পদক’ প্রাপ্তি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সম্মাননা। বঙ্গবন্ধ শেখ মজিবর রহমানকে ১৯৭২ সালের ১০ই অক্টোবর ‘জলিও করি শান্তি পদক’ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্বশান্তি পরিষদের সভায় ১৪০টি দেশের ২০০ প্রতিনিধি সর্বসম্মতিμমে এ সিদ্ধান্ত নেন। এ অর্জনের মাধ্যমে তিনি পরিণত হন ‘বঙ্গবন্ধ’ থেকে ‘বিশ্ববন্ধ’তে। ‘জলিও করি শান্তি পদক’ প্রাপ্তির সবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘বঙ্গবন্ধ, জলিও করি পদক ও বিশ্বশান্তি’ শীর্ষক প্রবন্ধ ও কবিতা রয়েছে এ সংখ্যায়। পহেলা মে মহান ‘মে’ দিবস। তার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে রয়েছে নিবন্ধ ও কবিতা। র এছাড়া আছে নানা বিষয়ের নিবন্ধ, গল্প, কবিতা ও নিয়মিত বিভাগ। আশা করি, সচিত্র বাংলাদেশ-এর মে সংখ্যাটি সকলের ভালো লাগবে।
প্রধান সম্পাদকঃ স. ম. গোলাম কিবরিয়া
সিনিয়র সম্পাদকঃ ডালিয়া ইয়াসমিন
সম্পাদকঃ ইসরাত জাহান
সম্পাদকীয় সহযোগীঃ
মিতা খান সানজিদা আহমেদ ক্ষিরোদ চন্দ্র বর্ম্মণ জান্নাত হোসেন শারমিন সুলতানা শান্তা প্রসেনজিৎ কুমার দে