সচিত্র বাংলাদেশ - জানুয়ারি ২০২৪
১০ই জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাঙালি জাতি বিজয়ের পরিপূর্ণতা অর্জন করে। এটি বাঙালি জাতির জীবনে এক অনন্য ঐতিহাসিক দিন। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ব্রিটেন এবং সেখান থেকে দিল্লি ঘুরে ঢাকায় আসেন তিনি। বিমানবন্দর থেকে বঙ্গবন্ধু সরাসরি রেসকোর্স ময়দানে আসেন এবং লাখো জনতার উদ্দেশে ভাষণ প্রদান করেন। জাতির পিতা বঙ্গবন্ধুর দেওয়া ভাষণটি ছিল মুক্ত-স্বাধীন বাংলাদেশে প্রথম ভাষণ। তাঁর স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে এ সংখ্যায় রয়েছে প্রবন্ধ, নিবন্ধ ও কবিতা।
প্রধান সম্পাদকঃ স. ম. গোলাম কিবরিয়া
সিনিয়র সম্পাদকঃ ডালিয়া ইয়াসমিন
সম্পাদকঃ ফাহমিদা শারমিন হক, কাজী শাম্মীনাজ আলম
সম্পাদকীয় সহযোগীঃ
সানজিদা আহমেদ ক্ষিরোদ চন্দ্র বর্ম্মণ জান্নাত হোসেন শারমিন সুলতানা শান্তা প্রসেনজিৎ কুমার দে