icon ডাউনলোড

সচিত্র বাংলাদেশ - জানুয়ারি ২০২৩

৮ই আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯২তম জন্মবার্ষিকী। ২০২১ সাল থেকে দিবসটি জাতীয়ভাবে যথাযোগ ̈ মর্যাদায় পালন করা হচ্ছে। এদেশের স্বাধীনতা সংগ্রাম, মহান মু৩িযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে সর্বদা বঙ্গবন্ধুর পাশে থেকে বেগম মুজিব কর্তব ̈নিষ্ঠা, দেশপ্রেম, দূরদর্শী চিন্তা, বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। মহীয়সী নারী ফজিলাতুন নেছার এই অসীম ত্যাগের প্রতিক কৃতজ্ঞতা প্রকাশ করতে তাকে বঙ্গমাতার মর্যাদায় আসীন করা হয়েছে। এবার দিবসটির প্রতিপাদ্য মহীয়সী বঙ্গমাতার চেতনা অদম ̈ বাংলাদেশের প্রেরণা’। বঙ্গমাতার স্মরণে এ সংখ্যায় রয়েছে নিবন্ধ। এছাড়া গল্প, কবিতা ও অন্যান্য নিয়মিত বিষয় নিয়ে সাজানো হয়েছে এবারের সংখ্যাটি। আশা করি, সংখ্যাটি পাঠকদের ভালো লাগবে।

প্রধান সম্পাদকঃ স. ম. গোলাম কিবরিয়া

সিনিয়র সম্পাদকঃ হাছিনা আক্তার

সম্পাদকঃ ইসরাত জাহান

সম্পাদকীয় সহযোগীঃ

মিতা খান সানজিদা আহমেদ ক্ষিরোড চন্দ্র বর্মণ জান্নাত হোসেন শারমিন সুলতানা শান্তা প্রসেনজিৎ কুমার দে