সচিত্র বাংলাদেশ - মার্চ ২০২৪
স্বাধীনতা দিবসকে গুরুত্ব দিয়ে সচিত্র বাংলাদেশ-এর এবারের সংখ্যাটিতে রয়েছে বিশেষ প্রবন্ধ ও নিবন্ধ। বাংলার বাণী পত্রিকায় ১৯৭২ সালে প্রকাশিত ‘বাংলাদেশে গণহত্যা’ বিশেষ সংখ্যা থেকে জহির রায়হানের একটি প্রবন্ধ, আন্তর্জাতিক ব্রিটিশ সাংবাদিক এন্থনী ম্যাসকারণহাসের একটি রিপোর্ট ও ‘বিশ্ব জনমত’ শীর্ষক একটি রিপোর্ট এ সংখ্যায় সংকলিত হয়েছে। এছাড়া বিভিন্ন বিষয়ের নিবন্ধ, গল্প, কবিতা ও অন্যান্য নিয়মিত বিভাগ নিয়ে সাজানো হয়েছে স্বাধীনতা দিবস সংখ্যাটি। আশা করি, মার্চ সংখ্যাটি সকল পাঠকের কাছে সমাদৃত হবে।
প্রধান সম্পাদকঃ স. ম. গোলাম কিবরিয়া
সিনিয়র সম্পাদকঃ ডালিয়া ইয়াসমিন
সম্পাদকঃ ফাহমিদা শারমিন হক, কাজী শাম্মীনাজ আলম
সম্পাদকীয় সহযোগীঃ
সানজিদা আহমেদ ক্ষিরোদ চন্দ্র বর্ম্মণ জান্নাত হোসেন শারমিন সুলতানা শান্তা প্রসেনজিৎ কুমার দে