সচিত্র বাংলাদেশ - মার্চ ২০২৩
মার্চ মাস বাঙালির স্বাধিকার ও মক্তিসংগ্রামের ইতিহাসে অবিস্মরণীয়। মার্চ আমাদের স্বাধীনতার মাস। ৭ই মার্চ, ১৭ই মার্চ, ২৫শে মার্চ ও ২৬শে মার্চ বাংলাদেশের ইতিহাসে বিশেষ তাৎপর্যপর্ণ দিবস। বাঙালির জাতীয় জীবনে শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা। বঙ্গবন্ধ শেখ মজিবর রহমান জন্মগ্রহণ করেন ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টঙ্গিপাড়ায়। বঙ্গবন্ধর জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর অর্জিত হয় মহান বিজয়। আমরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মজিবর রহমান এবং মক্তিযদ্ধের অগণিত বীর শহীদকে। মক্তিযদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে এই সংখ্যায় রয়েছে প্রবন্ধ, নিবন্ধ, কবিতা ও গল্প। এছাড়া নিয়মিত বিভাগ ও অন্যান্য বিষয় নিয়ে সাজানো হয়েছে এবারের সংখ্যা। আশা করি, সচিত্র বাংলাদেশ মার্চ ২০২৩ সংখ্যাটি পাঠকদের ভালো লাগবে।
প্রধান সম্পাদকঃ স. ম. গোলাম কিবরিয়া
সিনিয়র সম্পাদকঃ ডালিয়া ইয়াসমিন
সম্পাদকঃ ইসরাত জাহান
সম্পাদকীয় সহযোগীঃ
মিতা খান সানজিদা আহমেদ ক্ষিরোদ চন্দ্র বর্ম্মণ জান্নাত হোসেন শারমিন সুলতানা শান্তা প্রসেনজিৎ কুমার দে